বড়লোক হওয়ার আশায় গুপ্তধন খোঁজার হাস্যকর ও সাসপেন্সে ভরপুর গল্প নিয়ে মুক্তি পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের নতুন অরিজিনাল ড্রামা ‘শর্টকাট’।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে এটি দেখা যাচ্ছে শুধু বঙ্গতে।
মাজিদুল ইসলাম পরিচালিত এ ড্রামাটির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন শিমুল শর্মা ও লামিমা লাম। গল্পের কেন্দ্রীয় চরিত্র মামুন (শিমুল শর্মা)—যার দাদা গুপ্তধনের খোঁজে হারিয়ে যান বহু বছর আগে। দাদার মতোই মামুনও ‘শর্টকাটে’ বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর, কিন্তু সেই স্বপ্ন নিয়ে প্রেমিকা লায়লার (লামিমা লাম) সঙ্গে তার দ্বন্দ্ব চরমে ওঠে। রহস্য-রোমাঞ্চের মধ্য দিয়ে এগোয় গল্প।
ড্রামাটি সম্পর্কে পরিচালক মাজিদুল ইসলাম বলেন, “‘শর্টকাট’ সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে। এখন সবাই দ্রুত সাফল্য চায়, কিন্তু পরিশ্রমের মূল্য দিতে চায় না। আমরা সেই বিষয়টিই কমেডি ও সাসপেন্সের মাধ্যমে উপস্থাপন করেছি। আশা করি, দর্শকদের গল্পটি ভালো লাগবে।”
ড্রামাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অভিনেতা শিমুল শর্মা নিজেই। এতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, ইশতিয়াক আহমেদ রুমেল, সামিউল হক ভূঁইয়া, শাহাদত শিশির প্রমুখ।
বঙ্গের নির্বাহী প্রযোজক সুফিয়ান রায়হান বলেন, “দর্শকদের জন্য মানসম্মত ও ভিন্নধর্মী কনটেন্ট তৈরি করাই আমাদের লক্ষ্য। ‘শর্টকাট’ সেই প্রচেষ্টারই একটি উদাহরণ।”
হাসি, উত্তেজনা ও বার্তাবহ গল্পে সাজানো ‘শর্টকাট’ এখন দেখা যাচ্ছে শুধুমাত্র বঙ্গতে।















