ঢাকা: বাংলাদেশের দর্শকদের ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে দেশের টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং প্রিমিয়াম ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড একটি কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করেছে।
এই পার্টনারশিপের মাধ্যমে এখন থেকে ট্যাপম্যাডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবার সুবিধা পাবেন গ্রামীণফোনের গ্রাহকরা। ফলে সারা বিশ্বে জনপ্রিয় ক্রীড়া আসরের লাইভ সম্প্রচারের পাশাপাশি সিনেমা, নাটক ও অন-ডিমান্ড কনটেন্টের বিশাল সংগ্রহ উপভোগ করতে পারবেন তারা।
গ্রামীণফোনের গ্রাহকরা এখন থেকে মাইজি-পি অ্যাপ, ট্যাপম্যাড অ্যাপ ও ট্যাপম্যাড ওয়েবসাইটের মাধ্যমে ক্রেডিট কার্ড বা আলাদা পেমেন্ট গেটওয়ে ছাড়াই শুধুমাত্র মোবাইল ব্যালেন্স ব্যবহার করে প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করতে পারবেন। দুটি প্যাকেজের মধ্যে সাপ্তাহিক প্যাকেজের মূল্য ৫৫ টাকা এবং মাসিক প্যাকেজের মূল্য ১১০ টাকা।
সোমবার (৬ অক্টোবর) গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ জামান এবং ট্যাপম্যাডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির পাশা এ বিষয়ক সমঝোতা স্মারকটি সই করেন।
জাহিদুজ জামান বলেন, “ভবিষ্যৎ-উপযোগী ডিজিটাল অভিজ্ঞতা দিয়ে গ্রাহকদের ক্ষমতায়নে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। ট্যাপম্যাডের সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা গ্রাহকদের হাতের নাগালে নিয়ে এসেছি বিশ্বমানের ক্রীড়া ও বিনোদন অভিজ্ঞতা এবং গ্রামীণফোন মোবাইল ব্যালেন্সের মাধ্যমেই নির্বিঘ্নে সেবাটি গ্রহণ করতে পারবেন তারা। গ্রাহকদের পরিবর্তীত ডিজিটাল জীবনধারাকে আরও সমৃদ্ধ করতে এটি আমাদের আরেকটি পদক্ষেপ।”
ইয়াসির পাশা বলেন, “গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে ট্যাপম্যাডের প্রিমিয়াম স্পোর্টস ও বিনোদন কনটেন্ট সহজে উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। এই পার্টনারশিপকে আরো সমৃদ্ধ করতে এবং তাদের জন্য আরো সুবিধা নিশ্চিত করতে আগ্রহী আমরা।’
সংযোগ ও প্রিমিয়াম ডিজিটাল কনটেন্টের সমন্বয়ে গ্রাহকদের পরিবর্তীত চাহিদা পূরণে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। এই পার্টনারশিপ সেই ধারাবাহিক প্রতিশ্রুতিরই প্রতিফলন। পাশাপাশি, সাবস্ক্রিপশন প্রক্রিয়াকে যতটা সম্ভব নির্বিঘ্ন করে তুলছে কোম্পানিটি।