চট্টগ্রাম: বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে একযোগে প্রায় সাড়ে ৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার উদ্যোগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মুসলিম লীগ।
বুধবার (১ অক্টোবর) চট্টগ্রামে দেওয়া যৌথ বিবৃতিতে দলের উত্তর জেলা শাখার সভাপতি সিএসকে সিদ্দিকী, দক্ষিণ জেলা শাখার সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী ও মহানগর শাখার সভাপতি মুহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, ‘দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে কর্মীদের চাকরিচ্যুত করা একধরনের ফ্যাসিবাদী আচরণ এবং অমানবিক জুলুম-নির্যাতনের শামিল।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘একজন চাকরিজীবীর সঙ্গে তার পরিবার-পরিজনসহ একাধিক মানুষের জীবন-জীবিকা জড়িত থাকে। হঠাৎ চাকরি হারালে শুধু ব্যক্তি নয়, পুরো পরিবার অর্থনৈতিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। দক্ষতা মূল্যায়ন পরীক্ষাকে মানবিক ও উন্নয়নমুখী না করে চাকরিচ্যুতির অজুহাত হিসেবে ব্যবহার কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।’
‘দক্ষতা মূল্যায়ন পরীক্ষা অবশ্যই প্রয়োজন, তবে তা হবে প্রশিক্ষণমুখী, উন্নয়নমুখী ও মানবিক দৃষ্টিকোণ থেকে। এতে কর্মীদের দক্ষতা বাড়বে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানও লাভবান হবে। কিন্তু হাজারো কর্মীর রিজিকে আঘাত করা হলে তা সমাজে অস্থিরতা সৃষ্টি করবে।’
মুসলিম লীগ নেতারা বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মীদের চাকরির নিশ্চয়তা প্রদানের আহ্বান জানান।
একই সঙ্গে তারা বলেন, ‘গত ১৭ বছরে ব্যাংক থেকে যারা জনগণের টাকা লুটপাট করেছে, ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া এখন জরুরি।’