ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত ও ওএসডি করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী, উত্তর জেলা ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘হঠাৎ হাজারো কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত তাদের জীবন-জীবিকা ও পরিবার-পরিজনের জন্য ভয়াবহ সংকট তৈরি করবে। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্যও হুমকি স্বরূপ।’
বিবৃতিতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ‘মানবিক ও যৌক্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে আইনানুগ প্রক্রিয়ায় বর্তমান সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অবসান করা জরুরি।’
জামায়াত নেতারা অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংককে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে আসছে। ষড়যন্ত্রমূলক অপপ্রচারের মাধ্যমে ব্যাংকটির ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার এ ধরনের তৎপরতার তীব্র নিন্দা জানান তারা।
বিবৃতিদাতারা আশা প্রকাশ করেন, ব্যাংকের গ্রাহকরা যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন এবং দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক তার স্থিতিশীলতা ও সেবার মান বজায় রাখবে।
যৌথ বিবৃতিতে সই করেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, মহানগরী সেক্রেটারি নুরুল আমিন, দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা বদরুল হক এবং উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার।