সন্দীপনা কেন্দ্রীয় সংসদ বাংলাদেশের সঙ্গীত, নাটক, আবৃত্তি, নৃত্য, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে “শরতের শুভ্রতায় নতুন বাংলাদেশ বিনির্মানে শপথের সময় এসেছে” শীর্ষক অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিটির দোস্তবিল্ডিংস্থ আইডিয়াল কম্পিউটার ল্যাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রামের শতাধিক সংস্কৃতি কর্মী এতে অংশ নেন। দিনের কর্মসূচির মাঝে ছিল উদ্বোধন, আলোচনা সভা, সংস্কৃতিক কর্মীদের নানা পরিবেশনা, শিশু-কিশোরদের প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও মুড়ি-মুড়কি দিয়ে আপ্যায়ন।
নতুন দিনের নতুন ভাবনায় টেকসই সাংস্কৃতিক চর্চা আরও বেগবান করতে উপস্থিত অতিথি ও সংস্কৃতিকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেন।
শুরুতে কর্মসূচির গুরুত্ব ও রূপরেখা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ডিকে দাশ মামুন।
সন্দীপনার কেন্দ্রীয় সভাপতি ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিন, সংগঠনের কার্যকরী সভাপতি বেলায়েত হোসেন, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, ওয়াইসিএলের চট্টগ্রাম বিভাগীয় এজিএম জুলফিকার দিদার মাসুম, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী (চবি), বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ হোসেন, সাংবাদিক মুকুল শিকদার, লোককলা চর্চা কেন্দ্রের সিও দুলাল কান্তি বড়ুয়া, সংগঠক কামাল উদ্দিন, আইটি মো. রাকিব।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সংগীত, আবৃত্তি, নৃত্য ও পাঠে অংশ নেন জাহানারা পারুল, এমরান হোসেন মিঠু, বৃষ্টি দাশ, কবি আশীষ সেন, চলচ্চিত্র শিল্পী জাবের হোসেন, নাট্যকর্মী কেকে বাবুল, মিলন রুদ্র, সংগঠক নিবেদিতা আচার্য্য, শিল্পী শিউলী চৌধুরী, মুসলিম আলি জনি, আখেরুননেছা দিনা বিথি রানী সিংহ, দিয়া দাশ, কবি ফেরদৌসি মুন, সমীর চন্দ্রসেন, নাট্যকর্মী পম্পি দাশ, মিজানুর রহমান, হুজুতুল্লা হিমু, নাজমুল আবেদীন অভি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী।