চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাংকে ছাঁটাই ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে পটিয়া সচেতন নাগরিক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম বাবলু চৌধুরীর আহ্বানে এবং সংগঠনের আহ্বায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
বক্তারা সতর্ক করে বলেন, ‘এ দাবি উপেক্ষা করা হলে চট্টগ্রামের নাগরিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সমগ্র চট্টগ্রাম অচল করে দেওয়া হবে।’
তারা আরও বলেন, ‘ষড়যন্ত্রকারীদের অপকর্ম জনসমক্ষে প্রকাশ করা হবে এবং তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
বক্তারা দ্রুত সব ব্যাংক কর্মকর্তার চাকরি পুনর্বহাল করে তাদের পরিবারের অভাব-অনটন দূর করার জোর দাবি জানান।
পটিয়া সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সংগঠক মুহাম্মদ কমরুদ্দীন, পটিয়া সচেতন যুব ফোরামের আহ্বায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরামের আহ্বায়ক নাফিজ করিম চৌধুরী, জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আজম খান, যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন শিবলী, সদস্য মোহাম্মদ রুবেল, সদস্য আমান উল্লাহ, যুবনেতা মুহাম্মদ জমির উদ্দীন, সাইফুদ্দিন, নাদিম আমিরুল হক।