বাংলা নাটকের নতুন ধারায় এবার নির্মিত হল টেলিফিল্ম ‘দাগ’। ঢাকা ও চট্টগ্রামের প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) টেলিফিল্মর শুটিং শেষ হয়েছে। ঢাকার রমনা পার্ক, শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যান এবং চট্টগ্রামের সিআরবিতে নাটকটির শুটিং হয়েছে।
বীজন নাট্য গোষ্ঠীর সহযোগিতায় ও বিএস৩৬০ প্রোডাকশন হাউজ নিবেদিত এবং এসএ ফিল্মের প্রযোজনায় ‘দাগ’ পরিচালনা করেছেন শাহীন বাদশা।
দাগ একটি রোমান্টিক টেলিফিল্ম; যা বর্তমান সময়ের সাথে সম্পর্কিত। তবে এর মাধ্যমে একটা সম্পর্ক কিভাবে টিকে রাখতে হয় তা তুলে ধরা হবে। সম্পর্কে থাকাকালীন ছেলে-মেয়েরা কি পরিস্থিতির উপর দিয়ে যায়, তা তুলে ধরা হয়েছে এ টেলিফিল্মে। তবে এ টেলিফিল্মের গল্পের মাধ্যমে কিভাবে প্রিয় মানুষকে হারিয়েও তার ভালোবাসা নিজের মধ্যে যত্ন করে পুষে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ঘিরে বাঁচা যায়- তা দেখানো হয়েছে।
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন শাহীন, মেহেদী হাসান, মোশারফ ভূঁইয়া পলাশ, পুজা প্রমুখ। মেকাপ আর্টিস্ট হিসেবে ছিলেন বীনা দাশ গুপ্তা। ক্যামেরায় ছিলেন আরিয়ান খান অপু ও দুলাল বাবু।