চট্টগ্রাম: কাজির দেউরির ২ নম্বর গল্লি মহল্লাবাসীর মতবিনিময় সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে কাজির দেউরি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এ সভায় অনুষ্ঠিত হয়।
মো. ইদ্রিসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আবদুর রাজ্জাক সর্দার, সেকান্দর কবির সর্দার, মো. জাফর, নাজিম উদ্দিন নাজু, আবুল বাবুচী, মো. ইলিয়াস, মো. নাছির, নুরু উদ্দিন নুরু, আবু ফয়েজ, মো. জিলানী, আজাদ, সাহেদ হোসেন হিরা, মো. তারেক, আবুল হাশেম।
সভায় এলাকার কবরস্থানের উন্নয়ন, আলোকায়ণ ও এলাকার বিভিন্ন সমস্যা কথা তুলে ধরা হয়।
ঈদে মিলাদুন্নবী সফলভাবে আয়োজন করার জন্য মহল্লাবাসীর সহযোগীতা কামনা করা হয়।