চট্টগ্রাম: ‘ইউনিট মেকস প্রসপারেটি’- একতাতে সমৃদ্ধি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ২০২৫-২৬ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর ও ডিজি টিম রিসেপশন অনুষ্ঠান সোমবার (১৮ আগস্ট) নগরীর জাকির হোসেন রোডস্থ সিএলএফ ভবনের হালিমা রোকেয়া হলে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন আনম বোরহান উদ্দীন চৌধুরীরর সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সেবাবর্ষের সদ্য প্রাক্তন ক্লাব সভাপতি লায়ন ইয়াসমিন আহমেদ। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ২০২৫-২৬ সেবাবর্ষের নবনির্বাচিত সভাপতি মির্জা মো. ইলিয়াস। কোরআন তেলোয়াত করেন লায়ন মো. শরীফ হোসেন মজুমদার ও আনুগত্য শপথ পাঠ করান ক্লাব এলসিআইএফ কো–অর্ডিনেটর লায়ন আনজুমান বানু লিমা। স্বাগত বক্তব্য ও ২০২৫-২০২৬ সেবাবর্ষের কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন ক্লাব ডিরেক্টর এবং রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন পারভীন মাহমুদ এফসিএ পিএমজেএফ।
প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ। অতিথি ছিললেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহিদ উল্লাহ, এমজেএফ, জিএটি টিমের জিএমটি ড্রিস্ট্রিক কো-অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, জিএসটি ড্রিস্ট্রিক কো-অর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, জিইটি ড্রিস্ট্রিক কোঅর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী, এলসিআইএফ ড্রিস্ট্রিক কো-অর্ডিনেটর লায়ন একেএম নবিউল হক, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ, লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ, লায়ন চন্দন দাশ এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, গভর্নর এডভাইজার লায়ন তারেক কামাল, লায়ন ইঞ্জিনিয়ার মুজুবুর রহমান, লায়ন রোকেয়া হক, লায়ন হুমায়ুন কবীর প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৫–২০২৬ সেবাবর্ষের গভর্নর টিম ও ক্লাবের সদ্য প্রাক্তন পিএসটি এবং ২০২৫–২০২৬ সেবাবর্ষের নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারারের কাছে গং ও গ্যাভেল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয় এবং তাদের সংবর্ধনা দেওয়া হয়। সেবা কার্ক্রমের অংশ হিসেবে ডিজি ডিস্ট্রিক্ট ফান্ড ও রংপুর রেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী ছাত্রী আশা খাতুনের পড়াশোনার সুবিধার্থে ল্যাপটপ ক্রয়ের জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন শিপ্রা বড়ুয়া, জয়েন সেক্রেটারি -২ লায়ন সিজারুল ইসলাম, জয়েন সেক্রেটারি -৩ লায়ন নাজনীন রহমান, জয়েন ট্রেজারার -১ জানে আলম টিটু, মার্কেটিং এন্ড কমিউকেশন চেয়ারপার্সন লায়ন সাকিয়া সুলতানা, ক্লাব ডিরেক্টর ও লিও এডভাইজার লায়ন হোময়রা কবির চৌধুরী, ক্লাব ডিরেক্টর লায়ন স্বপন কুমার বিশ্বাস, টেমার শারমিন নাজনীন ডালিয়া, টেইল টু্ইস্টার লায়ন জোবেদা খানম, লায়ন হাবিবুর রহমান।