হাটহাজারী, চট্টগ্রাম: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” -এ স্লোগানকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) ও চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। কর্মসূচিতে চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীন, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা সরকার ও স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য (একাডেমিক) একটি বাদাম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
শামীম উদ্দিন বলেন, ‘আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী। আমরা সবাই জানি, জলবায়ু পরিবর্তন আজ বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ। বনভূমি নিধন, পরিবেশ দূষণ এবং নির্বিচারে গাছপালা ধ্বংস আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে। এই প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কেবল একটি কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘বৃক্ষ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশকে শীতল রাখে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং মাটির ক্ষয় রোধ করে। তাই শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ। উপ-উপাচার্য আশা প্রকাশ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের এ উদ্যোগ শিক্ষার্থীদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করবে এবং তারা আগামী দিনে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।’