চট্টগ্রাম: বিশ্বের সর্ববৃহৎ সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলদেশের আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বে অব বেঙ্গলের দায়িত্ব হস্তান্তর ও গভর্নর টিম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর খুলশীস্থ চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই পর্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মশিউর রহমান চৌধুরী মাহী ও দ্বিতীয় পর্বে দায়িত্বভার গ্রহণসহ সভাপতিত্ব করেন লায়ন এবিএম রাশেদুল হাসান। বিদায়ী ক্লাব সেক্রেটারী লায়ন আনম আব্দুর রহমান নাছির এবং বর্তমান ক্লাব সেক্রেটারি লায়ন রাসেল মির্জার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন আহমেদ (অপু) পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল এমজেএফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরী। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গভর্নর এডভাইজার লায়ন তারেক কামাল, আরসি হেডকোয়ার্টার লায়ন আশরাফুল আলম আরজু, প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, গভর্ণর এডভাইজার লায়ন মুজুবুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আনিছুর রহমান, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন শুভনাজ জিনিয়া, লিও ইয়ুথ এক্সেঞ্জ চেয়ারপার্সন লায়ন খলিলউল্লাহ চৌধুরী সাকিব, রিজিয়ন চেয়ারপার্সন ও ক্লাব এডভাইজর লায়ন শেখ সামিদুল হক, জোন চেয়ারপার্সন লায়ন মো. আফসার উদ্দিন ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ আকরাম গনি, ক্লাব ট্রেজারার লায়ন মুসলিম ফারুক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শওকত হোসেন, ভাইস প্রেসিডেন্ট লিও সিফাতুল ইসলাম সামি ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও রাফিদ মোহাম্মদ আহনাফ, ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও হোসাইন মোহাম্মদ ইমরান নিক্সন, রিজিয়ন ডিরেক্টর লিও শাহরিয়ার আলম তৌফিক, লিও ক্লাব বে অব বেঙ্গল প্রেসিডেন্ট লিও হায়দার আজম চৌধুরী, সেক্রেটারি লিও জুবায়ের।
লায়ন আল আমীন সাকির কুরআন তেলাওয়াত ও লায়ন মোহাম্মদ সোহেলের আনুগত্য শপথ পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে (২০২৫-২০২৬) সেবা বর্ষের গভর্নর টিম ও ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট ও নতুন সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
গভর্নর ও অতিথিবৃন্দ লায়ন্স ক্লাব অব চিটাগাং বে অব বেঙ্গলের প্রশংসা করে বলেন, ‘এই জেলার মধ্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং বে অব বেঙ্গল একটি অন্যতম নেতৃত্ব ও সেবাধর্মী ক্লাব। তারা গুণগত নেতৃত্ব ও সেবার মাধ্যমে স্বল্পতম সময়ে একটি উল্লেখযোগ্য উচ্চতায় নিয়ে গেছেন এই ক্লাবকে।’