চট্টগ্রাম: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ত্যাগকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাধারণ ঠিকাদারদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সংলগ্ন বায়তুল মুয়াজ্জম মসজিদে সোমবার (১১ আগস্ট) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটির মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘জুলাই শহীদরা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগ ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। আমরা যেন তাদের আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে ন্যায়, সত্য ও জনগণের কল্যাণে কাজ করি।’
শাহাদাত হোসেন আরও বলেন, ‘শহীদদের জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব, একইসাথে তাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন ও হারুন জামান, মো. শহীদ, আলাউদ্দিন, মাহমুদ, মো. ইকরাম, ইদ্রিস আলী, আবু ছালেহ, মহসিন কবির আপেল, আলিম উদ্দিন রুবেল, মাহবু, আলমগীর, জুয়েল।