আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১১০ লিটার চোলাই মদ এবং ৪০০ লিটার মদ তৈরির তরল উপকরণ জব্দ করা হয়।
গতকাল শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ বারশতের মো. ইদ্রিছ আলীর পতিত বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ বারশতের ভোলাশাহ ফকিরের বাড়ির মো. জাগিরের ছেলে মো. জামাল (৩৫) ও মো. জানে আলমের ছেলে মো. পারভেজ (২৮)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ লিটার চোলাই মদ ও ৪০০ লিটার মদ তৈরির তরল উপকরণসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পাতিল, প্লাস্টিক ড্রাম, গ্যাসের চোলা ও বোতলও বাজেয়াপ্ত করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে মদ তৈরি ও বিক্রি করে আসছিল। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।’