পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এবং আওয়ামী ফ্যাসিবাদীদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ভাটিখাইন ইউনিয়ন থেকে মাথায় ক্যাপ, বিজয় গেঞ্জি পরে ও বিজয় ব্যানার হাতে স্লোগান ও ব্যান্ডপাটির তালে তালে র্যালি বের হয়। পরে এটি পটিয়া পৌরসভা বিএনপি অফিসের সামনে সমাবেশে মিলিত হয়। সেখানে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি নেতা এনামুল হক এনামের নেতৃত্বে ভাটিখাইন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিলে যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে এসেছে। ২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে।’
তার ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নে এনামুল হক এনামের নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন ভাটিখাইন বিএনপির সাবেক সভাপতি মাহবুব আলম চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস, সাবেক সিনিয়র সহসভাপতি আজিজ সওদাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, সাবেক অর্থ সম্পাদক মো. ফারুক, মো. কামাল উদ্দিন, ওয়ার্ড সভাপতি নাছির উদ্দিন, মো. জসিম উদ্দিন, ইলিয়াস মেম্বার, মো. জহির সওদাগর, মো. জাফর আলম, মো. ইউনুছ,মো. ওসমান, মো. আইয়ুব, আমির হামজা,যুবদল নেতা জিয়াউর রহমান, মো.আবু তালেব মেম্বার, আদনানুল ইসলাম করিম ও মো. জমির উদ্দিন, মজিবুর রহমান সোহেল, মো. সাদ্দাম, সাবেক সেচ্ছাসেবক দলের সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।