পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে জুলাই-আগস্ট ২৪’-এর গনঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে শহীদদের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
তিনি বলেন, ‘২৪ জুলাই-আগস্ট বিপ্লব ছিল এই দেশে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এক সাহসী প্রয়াস। শহীদরা তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে, দেশ ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করাও একটি মহান দায়িত্ব।’
এ সময় তিনি এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে আগামীর নতুন রাষ্ট্র গঠনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমেদ নবী চৌধুরী, পটিয়া পৌরসভা এলডিপির সদস্য সচিব মুজিবুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন ইমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব আমিনুল হক তানিম, মফিজুর রহমান, শহীদুল ইসলাম রিক্সন, মোরশেদ আলম, হাসান আরিফ প্রমুখ।
মোনাজাত পূর্বে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং শহীদদের স্মৃতিকে শক্তি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।