কুতুবদিয়া, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার দিবাগত রাতে (২১ জুলাই) অভিযানে সন্দেহজনক স্থানগুলোতে তল্লাশি চালিয়ে জুম্মার পাড়া এলাকায় একটি লবণের মাঠে ১টি একনলা বন্দুক ও ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্ত কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও দ্বীপাঞ্চলে নিরাপত্তা রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।