ঢাকা: গ্লোবাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে শুক্রবার (১১ জুলাই) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন।
সভায় বছরের প্রথম অর্ধবার্ষিকীতে ব্যাংকের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং বার্ষিক লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. জামাল মোল্লা, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মুহাম্মদ ছাইদুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম ও এএফ সাব্বির আহমদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
সভায় উপশাখার ইন-চার্জগণ অনলাইনে যুক্ত ছিলেন।