রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-রাউজান আংশিক) আসনের সম্ভাব্য বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী।
তিনি স্পষ্ট ভাষায় জানান, এই বেআইনি কর্মকাণ্ডে যারা জড়িত, তারা যতই প্রভাবশালী হোক বা রাজনৈতিক পরিচয়ে পরিচিত হোক না কেন
কারও প্রতি কোনো প্রকার রাজনৈতিক সহানুভূতি দেখানো হবে না।
শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্টে তিনি বলেন, ‘রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসায়ের সাথে যারা জড়িত, সবাইকে চূড়ান্তভাবে সতর্কতা দিচ্ছি। যারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালায়, আমার সাথে রাজনীতি করার সুযোগ তাদের থাকবে না। এই কাজের সাথে জড়িত কারও রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হবে না।’
তিনি আরও উল্লেখ করেন, ‘দলীয় নাম ভাঙিয়ে কেউ যদি পরিবেশ ধ্বংস ও অবৈধ ব্যবসায়ে যুক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।’
আইনশৃঙ্খলা ও জনস্বার্থে তিনি সকলকে এ বিষয়ে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙন, কৃষিজমি ক্ষয় ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।