লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক বলেছেন, ‘এলডিপি এক ছাতার নিচে পরিমার্জিত পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী।’
বুধবার (৯ জুলাই) বিকালে উত্তর সাতকানিয়া এলডিপির সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক এলডিপির নেতাকর্মীদের সব মতবিরোধ ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত সুশৃঙ্খল করতে দিকনির্দেশনা দেন।
তিনি আরও বলেন, ‘এলডিপি নেতাকর্মীদের প্রাথমিক সদস্য পদের ফরম পূরণ করার জন্য অনলাইন ডাটাবেইজ তৈরি করা হয়েছে।’
প্রত্যেক নেতাকর্মীরা এ অনলাইন ডাটাবেইজের মাধ্যমে ফরম পূরণ করার মধ্য দিয়ে এলডিপিকে একটি গণতান্ত্রিক ও বর্হিবিশ্বের রাজনৈতিক দলের সাথে তুলনা করতে এ প্রক্রিয়া সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন এলডিপির এ প্রেসিডিয়াম সদস্য।
উত্তর সাতকানিয়া এলডিপির সভাপতি হোসেন উদ্দিন আহমেদ ভুট্টোর সভাপতিত্ব সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র আইয়ুব কুতুবী, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, চন্দনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার আলম, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
সভায় এম এয়াকুব আলী বলেন, ‘দক্ষিণ জেলার প্রতিটি সাংগঠনিক উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে এলডিপিকে নতুন কমিটি গঠন প্রক্রিয়ার মাধ্যমে সাজানো হচ্ছে।’
এলডিপিতে নতুন নেতাকর্মীদের যোগদানের ব্যাপারে যাচাই-বাছাই করে পরিচ্ছন্ন মেধাবীদের নেওয়ার জন্য তিনি স্থানীয় নেতৃবৃন্দতের প্রতি আহ্বান জানান।