চলমান লকডাউনে করোনা সংক্রমণ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জুলাই) ময়মনসিংহে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন শেষে সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ একথা বলেন।
সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের দিকনির্দেশনায় কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।
এ সময় আর্টডকের লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমান, ঘাটাইল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও ময়মনসিংহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কোভিড-১৯ এর সংক্রমণ রোধে অসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার লক্ষ্যে ১ জুলাই থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের সেনাসদস্যরা ময়মনসিংহ জেলায় নিয়মিত টহল পরিচালনা করছেন।