চট্টগ্রাম: জেসিআই চট্টগ্রাম পরিচালিত ‘আমার চাকা, আমার আয়’ প্রকল্পের মাধ্যমে এক সংগ্রামী মধ্যবিত্ত পরিবারের কলেজছাত্রকে সাইকেল দেওয়া হয়েছে। যার মাধ্যমে সে ফুডপান্ডায় রাইডার হিসেবে কাজ করে প্রতিদিন ৮০০-১০০০ টাকা উপার্জন করতে পারবে। এই আয় তার পড়াশোনা এবং মৌলিক জীবনযাপনের খরচ চালাতে সহায়তা করবে।
শনিবার (৫ জুলাই) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওই ছাত্রের কাছে সাইকেলটি হস্তান্তর করেন জেসিআই চট্টগ্রামের ২০২৫’র প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী।
তিনি বলেন, ‘জেসিআই চট্টগ্রাম সবসময় তরুণদের নিয়ে কাজ করে। একজন তরুণকে স্বাবলম্বী করে তোলার জন্যেই আজকের এই উদ্যোগ। এই বছর আরও কয়েকজন তরুণকে স্বাবলম্বী করে তোলার জন্য জেসিআই চট্টগ্রাম কাজ করবে। আমরা তার গোপনীয়তাকে সম্মান করব এবং তার পরিচয় শেয়ার করব না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ফাউন্ডেশন ও ক্লাব অ্যাফেয়ার্স চেয়ারপার্সন রাজু আহাম্মেদ, জেসিআই চট্টগ্রামের নির্বাহী সহ-সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত ও মইন উদ্দিন নাহিদ, সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আলম চৌধুরী, ট্রেজারার ইঞ্জিনিয়ার ইশতিয়াক উর রহমান, মিডিয়া অ্যান্ড পিআর চেয়ারপার্সন ফারিয়া আকবর রিয়া ও ইভেন্ট কমিটি চেয়ার কাজী আমির খসরু।
এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন জেসিআই চট্টগ্রামের সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আলম চৌধুরী।