বোয়ালখালী প্রতিনিধি (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালীতে গত কয়েক মাসে হারানো ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে ব্যবহারকারী মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪) জুন রাতে বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম আহসান উদ্ধার করা মোবাইলগুলো নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন। এ সময় বোয়ালখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও উদ্ধার করা মোবাইল ব্যবহারকারী মালিকেরা উপস্থিত ছিলেন।
এদিকে, মোবাইল ফোন হারানোর পর তা ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাংবাদিক নয়ন কান্তি দে বলেন, ‘শখের মোবাইলটা পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ এক দিন থানা থেকে ফোন আসে। এরপর থানায় গিয়ে পুলিশ মোবাইলটা হাতে তুলে দিয়েছে। এতে আমি অনেক খুশি। হারানো মোবাইল ফেরত পাওয়ায় পুলিশকে ধন্যবাদ জানাই।’
জানা গেছে, বিভিন্ন মোবাইল ব্যবহারকারী তাদের ফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির বিপরীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করে পুলিশ। এরপর সেগুলো ব্যবহারকারী মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অবশিষ্ট হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারের তৎপরতা চলছে বলে পুলিশ জানায়।
এই ফোনগুলো চুরির সঙ্গে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ।