ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘প্লাস্টিক এমন জিনিস হয়ে গেছে, যা হুংকার দিচ্ছে হয় আমরা থাকব, না হয় তোমরা থাকবে। দুটো একসঙ্গে থাকা যাবে না। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে।’
বুধবার (২৫ জুন) সকালে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান- ২০২৫ এবং পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মুহাম্মদ ইউনূস আরো বলেন, ‘প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে, সমাধান করতে হবে না হলে অস্তিত্ব হুমকির মুখে।’
তিনি বলেন, ‘যুদ্ধ বিগ্রহ আমাদের সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টোপথে চলছে মানুষ।’
অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিয়েছে জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, ‘সেটি বাস্তবায়ন করলে বন্যপ্রাণি ফিরে আসবে বনে।’
তিনি বলেন, ‘নতুন প্রজন্ম দূষণমুক্ত শহর দেখতে পারবে। তরুণ প্রজন্মের অসীম শক্তি জুলাইয়ে দেখেছে। তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন গড়ে তুলেছে। তরুণ প্রজন্ম ইতিহাসের সবচেয়ে সৃজনশীল।’
তাই, তাদের জলবায়ু মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।