ঢাকা: সংযোগের ধারণায় নতুন মাত্রা যোগ করতে এবং উচ্চ শিক্ষার কার্যকারিতা বাড়াতে ইউনিভার্সিটি অব স্কলার্সের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ স্থাপন করেছে টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন। গ্রামীণফোনের বিটুবি ও স্কিটোর সেবাগুলোকে সমন্বয় করার মাধ্যমে যুগান্তকারী এই উদ্যোগটি নেওয়া হয়েছে। যার ফলে, ইউনিভার্সিটি অব স্কলার্সের সাড়ে ৪ হাজারের বেশি শিক্ষার্থী এবং ৫০০’র বেশি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরদের প্রাতিষ্ঠানিক শিক্ষা সংশ্লিষ্ট অভিজ্ঞতা হবে আরো সমৃদ্ধ।
এই পদক্ষেপের আওতায় বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কর্মদক্ষতা বাড়াতে কর্পোরেট সিম ও প্রযুক্তিগত সহায়তা দেবে গ্রামীণফোন। পাশাপাশি, শিক্ষার্থীরা পাবে বিশেষ কো-ব্র্যান্ডেড স্কিটো সিম; যা তাদের শিক্ষাজীবনজুড়ে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে। উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য হচ্ছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও স্মার্ট ও সংযুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা; এই পার্টনারশিপটি এরই প্রতিফলন।
গ্রামীণফোনের হেড অব ইমার্জিং সেগমেন্ট এসএম জাহেদুল আরেফিন, হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী ও ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক শুহান এ বিষয়ক একটি চুক্তি সই করেন। এ সময় গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. আরিফ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভর্তির সময়ই প্রত্যেক শিক্ষার্থীকে এই সংযোগ (কো-ব্র্যান্ডেড স্কিটো সিম) দেওয়া হবে, যা হবে গ্র্যাজুয়েশন পর্যন্ত তাদের প্রাথমিক যোগাযোগের মাধ্যম। ফলে, পড়াশোনা সম্পর্কিত বিষয়গুলোতে সহজে যুক্ত থাকবে পারবেন তারা। এতে বিশেষায়িত কর্পোরেট সংযোগ ও আইসিটি সল্যুশনের মাধ্যমে উপকৃত হবেন শিক্ষক ও কর্মকর্তারা, বাড়বে তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা। অন্যদিকে, শিক্ষার্থীদের প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদাগুলো পূরণ সহায়ক হবে স্কিটোর উদ্ভাবনী ডিজিটাল সেবা।
শিক্ষাখাতে ডিজিটাল অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরে এসএম জাহেদুল আরেফিন বলেন, ‘‘শিক্ষার সাথে প্রযুক্তির সমন্বয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পার্টনারশিপ। নিরবচ্ছিন্ন সংযোগ ও ডিজিটাল সেবা নিশ্চিতের মাধ্যমে আমরা এমন একটি আবহ তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই উপকৃত হবে।’
ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আরিফুল হক শুহান বলেন, ‘‘ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই পার্টনারশিপ একটি মাইলফলক। নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের ক্ষমতায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি নিশ্চিত হবে আরও স্মার্ট ও কার্যকর শিক্ষার পরিবেশ।’’
চুক্তি সই অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব স্কলার্সের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের এডিশনাল ডিরেক্টর এইচএম আতিফ ওয়াফিক এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের এক্সিকিউটিভ আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।