পটিয়া, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় আলোকসজ্জা প্রকল্পে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোকিত হচ্ছে ভাটিখাইন ইউনিয়নের বিভিন্ন সড়ক। জনগণের নিজস্ব উদ্যোগ ও সহযোগিতায় এ প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে, যা জননিরাপত্তা ও রাতের যাতায়াতে ইতিবাচক প্রভাব ফেলছে।
সম্প্রতি ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বানে ৩ নম্বর ওয়ার্ডের মরহুম আবদুল হাকিম সওদাগর সড়কে ৬টি এলইডি লাইট স্থাপন করা হয়েছে। এ কাজে ৩ নম্বর ওয়ার্ডের সচেতন নাগরিকদের ভূমিকা ছিল প্রশংসনীয়।
এছাড়া ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডগুলোতেও ধাপে ধাপে সড়কবাতি স্থাপনের মাধ্যমে রাস্তাগুলো আলোকিত করার কার্যক্রম চলমান রয়েছে। এতে করে পথচারী ও যানবাহনের চলাচল যেমন সহজ হচ্ছে, তেমনি অপরাধ দমনে বাড়ছে নিরাপত্তা।
ভাটিখাইন উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও সাংবাদিক এএইচএম কাউছার বলেন, ‘ফোরাম জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করছে। ১৪ নম্বর ভাটিখাইন ইউনিয়নের প্রায় ৬৫ শতাংশ সড়ক আলোকিত হয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরাও স্থাপন করা হচ্ছে।’
তিনি জানান, ফোরাম স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা ও কৃষি উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।
সড়ক আলোকিতকরণ ও জনকল্যাণমুখী কাজে যাদের শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাউছার।