আসিফ মাহমুদ: দীর্ঘ ১৮ বছর ধরে প্রতিদিন বিকেলে গ্রামের পোস্ট অফিসে গিয়ে বসে থাকেন বৃদ্ধ হাসান মাসুদ। গ্রামের লোকেরা জানে, উনি কারও জন্য অপেক্ষা করেন- কিন্তু কে, তা কেউ জানে না।
এক দিন কৌতূহলী এক সাংবাদিক তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, “চিঠির জন্য এত দিন ধরে অপেক্ষা করছেন? কেউ পাঠায় না?”
বৃদ্ধ হেসে বললেন, “আমার ছেলে বিদেশে গেছে অনেক বছর হল। বলেছিল, ‘বাবা, ঠিকানা দিয়ো, চিঠি লিখব।’ ঠিকানা দিয়েছিলাম… তারপর থেকে প্রতিদিন ভাবি, আজ হয়তো আসবে।”
সাংবাদিক চুপ করে যান। পর দিন একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয় – “এক বাবার অপেক্ষা”।
এক সপ্তাহের মধ্যে সেই ছেলে দেশের দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে। দেশে ফেরে। বাবা-ছেলের সেই কান্নাভেজা মিলনের ছবি ভাইরাল হয় সারা দেশে।
সংক্ষিপ্ত বার্তা:
কখনো কখনো অপেক্ষা শুধু সময় নয়, ভালবাসার একটা মুকুট হয়। যারা দূরে আছেন, ফিরে আসুন- কারো চোখে এখনও আপনার জন্য অপেক্ষার ছায়া রয়ে গেছে।