চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে আইয়ুব আলী ওরফে আইয়ুব ডাকাত (৫০) ও তার স্ত্রী লুৎফরনেছা ওরফে গোলাপকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব- ৭। এ সময় তাদের কাছ থেকে ২২৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১২ লাখ টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ জুন) এ অভিযান চালানো হয়।
আইয়ুব আলী সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের মৃত সবদর মিয়ার পুত্র।
র্যাব-৭ জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দায়ের হওয়া একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আইয়ুব আলী কল্পলোক আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অবস্থান করছেন। বৃহস্পতিবার র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি করে ওই ফ্ল্যাটের একটি আলমারির ড্রয়ার থেকে আইসক্রিম বক্সে থাকা ইয়াবা এবং শপিং ব্যাগে থাকা টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৭’-এর সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে তারা কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। আইয়ুব আলীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া ছাড়াও ঢাকার মতিঝিল, দক্ষিণখান ও ভাটারা থানায় আরও তিনটি মামলা রয়েছে। এসব মামলা মাদক, নাশকতা ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংক্রান্ত। গ্রেপ্তার হওয়া দুইজনকে বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’