লন্ডন, যুক্তরাজ্য: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন।
শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয়েছে তিনটা ৩৫ মিনিটে।
এক ঘণ্টা ৩৫ মিনিটের এ বৈঠক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন।
তারেক রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কার করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন করা যেতে পারে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তাদের মধ্যে একান্তে এ বৈঠক হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টাকে দুইটি বই ও একটি কলম উপহার দেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে।
উভয় পক্ষের প্রতিনিধিরা অল্প সময়ের মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করবেন।
এর আগে তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও শফিকুল আলম স্বাগত জানান।