ঢাকা: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) থেকে এ বছর গ্র্যাজুয়েট সম্পন্ন করা ব্যাচের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট ৩০ লাখ মার্কিন ডলারেরও বেশি সমমূল্যের বৃত্তি পেয়েছেন।
সম্প্রতি, ঢাকার লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ ব্যাচের ৪৩ জন শিক্ষার্থী তাদের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা গ্রহণ করেন।
এখন তারা শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। ইতোমধ্যেই এ ব্যাচের অনেক শিক্ষার্থী নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টরোন্টো, ইউনিভার্সিটি অব সিডনি ও ম্যানচেস্টার ইউনিভার্সিটি সহ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, নেদারল্যান্ডস ও হংকংয়ের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তিসহ ভর্তির সুযোগ পেয়েছেন।
আইএসডির গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থী ভানিশা গোয়েল হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উচ্চশিক্ষা নেবেন। ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে নিজের স্কুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে তিনি বলেন, “আইএসডি শুধুমাত্র স্কুলই নয়, এর চেয়েও বেশি কিছু ছিল। আমি যেমন ছিলাম, সেভাবেই এখানে আমাকে গ্রহণ করা হয়েছে এবং আমি যেমন হতে চেয়েছি, সেভাবেই নিজেকে গড়ে তুলতে পেরেছি। আমি চিরকাল এর জন্য কৃতজ্ঞ থাকব।”
ভানিশা গোয়েল আরও বলেন, “আমি হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পড়তে যাচ্ছি। উদ্ভাবনী শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার মধ্যে অন্যতম। এমন একটি বিশ্ববিদ্যালয়ের আধুনিক একটি প্রোগ্রামে অংশ নিতে পারা সত্যিই রোমাঞ্চকর। প্রযুক্তি, সংস্কৃতি ও সুযোগ-সুবিধার মিলনকেন্দ্র হংকং -এর মত একটি প্রাণবন্ত শহরে থাকতে পারাও আমার জন্য একটি অনন্য অভিজ্ঞতা হবে। ভবিষ্যতে আমি আমার ডেটা অ্যানালাইসিস দক্ষতা ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যা সমাধানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”
অনুষ্ঠানে আইএসডির পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, “আজ আমরা আমাদের সিনিয়র শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্য অর্জনে তাদের ধারাবাহিকতা উদযাপন করছি। আইএসডিতে তাদের যাত্রা সম্পন্ন হওয়া আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের ডিপ্লোমা প্রোগ্রামে তারা অনন্য সাফল্য অর্জন করেছে এবং এখন আমাদের শিক্ষার্থীরা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করবে। আইএসডি হকস হিসেবে ডানা মেলে একটি উজ্জ্বল ভবিষ্যতের যাত্রায় তারা সম্পূর্ণ প্রস্তুত।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সাবেক আইএসডি শিক্ষার্থী ও দ্য ডেইলি স্টারের নিউ কনটেন্ট অ্যান্ড অডিয়েন্স রিসার্চ ম্যানেজার শাভিনা আনাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন।
গত ২৫ বছরেরও বেশি সময় ধরে আইএসডি বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় আইবি (ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট) স্কুল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। স্কুলটির অ্যালামনাই নেটওয়ার্কে রয়েছে ৪৫টি ভিন্ন জাতীয়তার ৭০০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী, যারা এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়েছেন।