বিনোদন ডেস্ক: মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ও অভিষেক বচ্চন অভিনীত বহুল প্রতীক্ষিত বলিউড চলচ্চিত্র ‘হাউসফুল ৫’। গতকাল শুক্রবার (৬ জুন) মুক্তির পর থেকে দিনভর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ট্রেন্ডিং ছিল চলচ্চিত্রটি। কেমন হয়েছে সেই চলচ্চিত্র, তা নিয়ে বহু দর্শক রিভিউ দিয়েছিলেন।
আবার কেউ কেউ ছবির দুইটি ক্লাইম্যাক্স ‘হাউসফুল ৫এ’ এবং ‘হাউসফুল ৫বি’ নিয়ে কথা বলছিলেন। এরই মধ্যে সামনে এসেছে এই ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন।
স্যাকনিল্ক’- এর রিপোর্ট অনুযায়ী, ‘হাউসফুল ৫’ ছবিটি প্রথম দিন রাত দশটা পর্যন্ত সব ভাষায় প্রায় ২৩ কোটি রুপি আয় করেছে। যেখানে এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তি ‘হাউসফুল ৪’ প্রথম দিনে ১৯.০৮ কোটি রুপি আয় করেছিল।
এর আগে অক্ষয় কুমারের ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া ছবি ‘স্কাই ফোর্স’ উদ্বোধনী দিনে সাড়ে ১১ কোটি রুপি আয় করে। সেখানে ‘হাউসফুল ৫’ প্রথম দিনে ২৩ কোটি রুপি আয় করে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত অনেক ছবির আয়কেই ছাপিয়ে গেছে।
তরুণ মনসুখানির পরিচালনায় এ ছবিতে অক্ষয়, রীতেশ, অভিষেক ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউডের আরও একঝাঁক জনপ্রিয় তারকা। রয়েছেন ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, রঞ্জিত, জনি লিভার, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, চাঙ্কি পান্ডে, দিনো মোরিয়া, সোনম বাজওয়া ও সৌন্দর্যা শর্মা। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়াল।