হাটহাজারী, চট্টগ্রাম: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করছে শাখা ছাত্রশিবির।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদুল আজহার দ্বিতীয় দিন রোববার (৮ জুন) এ ভোজের আয়োজন করা হয়েছে। অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের মুসলিম ও অমুসলিম শিক্ষার্থীরা।
বুধবার (৪ জুন) ছাত্রশিবিরের চবি শাখার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভূঁঞা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৪টি আবাসিক হলে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। মুসলিম পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য যথাক্রমে সোহরাওয়ার্দী হল ও শামসুন্নাহার হলে এবং অমুসলিম পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল ও বেগম ফয়জুন্নেছা হলে এ ভোজের ব্যবস্থা করা হয়েছে।
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘পরীক্ষা, দূরত্ব ও আর্থিক সংকটসহ নানা কারণে অনেক শিক্ষার্থী পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে না। তাদের পাশে দাঁড়াতে এবং ঈদের আনন্দ সবাইকে সঙ্গে নিয়ে উদযাপন করতেই আমাদের এ উদ্যোগ।’
‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছি, ঈদের দিন হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করতে। আশা করি, প্রশাসন শিক্ষার্থীদের জন্য সুন্দর আয়োজন করবে।’