চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণেল হাট ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ‘নাগরিক সেবা প্রাপ্তি সহজীকরণ, সুবিধাদি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ধূত সমস্যাদি শ্রবণ ও নিষ্পত্তি এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ বিষয়ে গণশুনানি ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজের সভাপতিত্বে ও সহকারী পরিচালক (সাধারণ) লিকসন চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিন। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. শামীমা হাসনাত।
কর্ণেল হাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে সেবাগ্রহীতা অর্ধশতাধিক গর্ভবতী মা গণশুনানি ও মা সমাবেশে অংশ নেন।
উপস্থিত সেবাগ্রহীতা মায়েরা বিনামূল্যে সেবা পেয়ে খুবই সন্তুষ্টু বলে জানান। তারা এই কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. হ্যাপী কর্মকার ও ডা. ফাতেমার প্রশংসা করে সেখানে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, নাসিং এটেনডেন্টসহ সকলের আচরণ খুবই আন্তরিক বলে জানান। এ কেন্দ্রে নরমাল ডেলিভারীসহ বিনামূল্যে সেবা গ্রহণ করতে অন্যদের উৎসাহিত করার ব্যাপারে মতামত ব্যক্ত করেন মা সমাবেশে উপস্থিত সেবাগ্রহীতাগণ।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারী সেবার পাশাপাশি সিজারিয়ান ডেলিভারী চালু করার জন্য আবু সালেহ মো. ফোরকান উদ্দিনকে অনুরোধ জানানোর পর তিনি অতি শিগগিরই এ সেবা চালু করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি সামগ্রী ও ওষুধপত্র বিতরণ করা হয়।
আসন্ন ঈদুল আজহার সরকারী ছুটিতে চট্টগ্রাম জেলাসহ সারাদেশে পরিবার পরিকল্পনা সেবাকেন্দ্রসমূহ খোলা থাকবে বলে সমাবেশে জানানো হয়। পরিবার পরিকল্পনা সেবাকেন্দ্রসমুহে বিনামূল্যে নরমাল ডেলিভারী, সাধারণ রোগের চিকিৎসাসহ পরিবার পরিকল্পনা সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়।
বেগম সাহান ওয়াজ জানান, কৈশোর-বান্ধব স্বাস্থসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ, গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে বর্তমান অর্ন্তবর্তী সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলোও কাজ করছে। ফলে শিশু ও মাতৃ মৃত্যুর হার ক্রমান্বয়ে কমছে। ঈদ-উল আযহার সরকারী বন্ধেও পরিবার পরিকল্পনা সংক্রান্ত যাবতীয় সেবা চালু থাকবে।