ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রোববার (১ জুন) দুপুরে ঢাকার মাল্টি পারপাস হলে চীনের বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী চীন-বাংলাদেশ ব্যবসায় ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে চীনের বিনিয়োগকারীদের উদ্দেশে মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট, তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প।’
বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল পাঠানোর জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত।’
তরুণ প্রজন্মকে কাজ লাগানোর জন্য চীনের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ড. ইউনূস।
নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের সঙ্গে অংশ নিতে চীনের বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি।