চট্টগ্রাম: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটির আগ্রাবাদ সরকারি কমার্স কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ছাত্রশিবির। এতে কলেজে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের দাবি, বিনা উস্কানিতে ছাত্রদলের নেতাকর্মীরা হেল্পডেস্কে শিবিরের কর্মীদের ওপর হামলা চালায়।
তবে শিবিরের দাবি সত্য নয় বলে দাবি করেছেন ছাত্রদলের নেতারা। তারা বলছেন, ‘ছাত্রদল ধর’ বলে আওয়াজ তুলে আক্রমণের চেষ্টা করা হয়েছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।’
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল উদ্দিন বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে কলেজে অনেক শিক্ষার্থীর সমাগম হয়। গেটের বাইরে একটি হেল্পডেস্কে মোবাইল রাখা নিয়ে একজন ছাত্রীর সঙ্গে সমস্যা হয়। তখন কলেজের ভেতর থেকে একজন বলতে থাকে- ‘ছাত্রদল ধর, মার’। এরপর সামান্য ধাক্কাধাক্কি হয়। আমরা কলেজ অধ্যক্ষ বরাবর অভিযোগ জানিয়েছি।’
চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য হেল্পডেস্ক করা হয়। বিনা উস্কানিতে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে। হামলায় আহত হন মহানগর দক্ষিণ কলেজ সম্পাদক মোজাহেরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদী রাহিক।’
চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পানি বিতরণ নিয়ে দুইপক্ষের মাঝে সামান্য কথা কাটাকাটি হয়। এরপর সবাই মিলে কর্মসূচি পালন করে।’