চট্টগ্রাম: পানি উন্নয়ন বোর্ড সতর্ক করে বলেছে, ‘আগামী ২-৩ দিনের মধ্যে দেশের ছয় জেলায় বন্যা হতে পারে।’ সংস্থাটি জানিয়েছে, প্রবল বর্ষণে বিপৎসীমা অতিক্রম করতে পারে এসব এলাকার নদ-নদীর পানি। একইসাথে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।’
আজ বৃহস্পতিবার (২৯ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে; এই সময় মুহুরী নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে ফেনী জেলার মুহুরী নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। পরবর্তী এক দিন নদীগুলোর পানি সমতলে কমতে পারে।’
‘এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি সমতলে আগামী তিন দিন বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় ওই নদীগুলো সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।’
‘রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে আগামী তিন দিন বাড়তে পারে; তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। আগামী দুই দিন পর্যন্ত বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিক অপেক্ষা অধিক উচ্চতায় জোয়ার পরিলক্ষিত হতে পারে।’
এদিকে, সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতলে কমছে, যা আগামী তিন দিন পর্যন্ত বাড়তে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘৬ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে বৃষ্টিপাত কমে গেলে পানি নেমে যাবে।’