ঢাকা: ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্ত:পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০২৫ এ সমগ্র বাংলাদেশে নৃত্যে প্রথম স্থান অর্জন করেছেন ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রামের পরিচালক প্রমা অবন্তীর শিষ্যা জয়িতা দত্ত।
বুধবার (২৮ মে) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের মিডিয়া পর্ষদ প্রধান অভ্র বড়ুয়া।
জয়িতা দত্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশের একমাত্র বৃহৎ ওড়িশী নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রামের সাথে দীর্ঘ ১৭ বছর ধরে যুক্ত। ছোটবেলা থেকে প্রমা অবন্তীর কাছে থেকে নৃত্যে তালিম নেওয়া শুরু। পরবর্তী তিনি একই প্রতিষ্ঠানে সহযোগী শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন। জয়িতা দত্ত এ পর্যন্ত ৩০টি জাতীয় ও ৫টিরও বেশি আন্তর্জাতিক নৃত্য উৎসবে অংশগ্রহণ করেছেন কৃতিত্ব ও সফলতার সাথে এবং ওড়িশী নৃত্যের ওপর ২০টিরও বেশি কর্মশালায় অংশগ্রহণ করেছেন। ওটিডিএমসির অন্যতম দুটি জ্যেষ্ঠ নৃত্য বিভাগ ‘‘হাসি-খুশি’’ ও ‘‘শাপলা ও সূর্যমুখী’-এর শিক্ষার্থীদের নিষ্ঠা ও প্রশংসার সাথে নৃত্যে শিক্ষা দিয়ে অনন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি।