ঢাকা: পণ্য কিংবা সেবাখাতে ব্যবসায়িক বিকাশের জন্য নিরবচ্ছিন্ন আইটি (ইনফরমেশন টেকনোলজি) সার্ভিসের কোনো বিকল্প নেই। তাই দেশের দ্রুতবর্ধমান ও অন্যতম বৃহৎ থার্ড পার্টি মেইনটেন্যান্স প্রতিষ্ঠান ‘সার্ভিসিং২৪’ এনেছে সর্বাধুনিক ও সমন্বিত ‘ইনফ্রাস্ট্যাক’ ‘এইচসিআই’ সল্যুশন।
ইনফ্রাস্ট্যাক হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ও স্ট্যাকের সংক্ষিপ্ত রূপ, যেটির মাধ্যমে সম্পূর্ণ ও সমন্বিত অবকাঠামোগত আইটি সেবা প্রদানের বিষয়টি বুঝানো হয়ে থাকে। আর ‘এইচসিআই’-এর অর্থ হাইপার কনভারজড ইনফ্রাস্টাকচার এটি স্টোরেজ ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়ে সফ্টওয়্যার-ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ও কম্পিউট ফ্রেমওয়ার্ক।
‘সার্ভিসিং২৪’-এর উদ্ভাবনী ইনফ্রাস্ট্যাক এইচসিআই সল্যুশনটি একটি হাইব্রিড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম, যা ওপেন সোর্স প্রযুক্তি ‘প্রক্সমক্স’ ও ‘সেফ’-এর সমন্বয়ে গঠিত। ‘প্রক্সমক্স’ হচ্ছে ওপেন সোর্স সার্ভার ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্ম। যার মাধ্যমে একাধিক সার্ভারকে ভার্চুয়ালাইজ করে একত্রে পরিচালনার সুবিধা মিলবে। ‘সেফ’ ‘হাইলি স্কেলেবল’ স্টোরেজ সিস্টেম- এটির মাধ্যমে হাই-অ্যাভেইলেবল ও রিডানডেন্ট স্টোরেজ আর্কিটেকচার ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ডেটার সুরক্ষা ও ভারসাম্য রক্ষা করা যাবে।
এছাড়া এতে ব্যাকআপ ও ডেটা রিকভারির জন্য যুক্ত রয়েছে সেরা প্রযুক্তির ‘ভিম’-এর ব্যাকআপ সল্যুশন, যার মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যবসায়ের জন্য পাবেন দ্রুত, নির্ভরযোগ্য ও স্বয়ংক্রিয় ব্যাকআপ সুবিধা।
প্রসঙ্গত, ‘সার্ভিসিং২৪’ ‘ভিম’-এর অনুমোদিত পার্টনার হিসেবে সেবা দিচ্ছে।
এই ইনফ্রাস্ট্যাক এইচসিআই সল্যুশনে গ্রাহকরা মোট ৪টি মডেলে ‘সার্ভিসিং২৪’-এর এর কাছ থেকে সেবা নিতে পারবেন। এগুলো হচ্ছে সার্ভার রেন্টাল সার্ভিস, হার্ডওয়্যার রেন্টাল সাপোর্ট, ম্যানেজড আইটি সার্ভিস ও বান্ডেল রেন্টাল সার্ভিস।
এক্ষেত্রে মেরামত করা অর্থ্যাৎ ‘রিফারবিশড’ ডিভাইস কিংবা নতুন ডিভাইস- উভয়ভাবেই সাপোর্ট দেবে ‘সার্ভিসিং২৪’। কোম্পানিটির লক্ষ্য বিদ্যমান ও পুরনো হার্ডওয়্যারকে ভার্চুয়ালি কাজে লাগানো যাতে, ইলেকট্রনিক বর্জ্য কমে, কার্বন ফুটপ্রিন্ট হ্রাস পায় ও পরিবেশবান্ধব প্রযুক্তির ইকোসিস্টেম গড়ে উঠে।
গ্রাহকদের জন্য আরো সুখবর হলো পুরো সল্যুশনটি সম্পূর্ণ ওপেন সোর্স হওয়ায় কোনো ধরনের অতিরিক্ত লাইসেন্সিং খরচ প্রয়োজন হবে না। পাশাপাশি মাসিক ভাড়াভিত্তিক সেবার ফলে বড় অংকের প্রাথমিক বিনিয়োগও লাগবে না। এই সাশ্রয়ী প্রাইভেট ক্লাউড সল্যুশনটি বিশেষভাবে উপযোগী ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, স্টার্টআপ, মূলধন সীমাবদ্ধ সরকারি সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, টিয়ার-২/৩ শহরের ডেটা সেন্টার এবং পরিবেশবান্ধব আইটি প্রকল্পগুলোর জন্য।
এ বিষয়ে সার্ভিসিং২৪’-এর সিইও নাসির ফিরোজ বলেন, “আমাদের উদ্দেশ্য হচ্ছে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা ও গ্রাহকদের জন্য সাশ্রয়ী, টেকসই ও আধুনিক আইটি সল্যুশন নিশ্চিত করা। ইনফ্রাস্ট্যাক এইচসিআই এর মাধ্যমে তা সম্ভব। এটি গ্রাহকদের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত খরচ সাশ্রয় করবে।”
প্রসঙ্গত, ২০২৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর হতে ‘সার্ভিসিং২৪’ বাংলাদেশের আইটি সাপোর্ট সার্ভিস ল্যান্ডস্কেপের অন্যতম শীর্ষ উদ্ভাবকে পরিণত হয়েছে। প্রযুক্তিখাতে বেড়ে চলা চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানটি নিজেকে থার্ড-পার্টি মেইনটেন্যান্স (টিপিএম), ম্যানেজড আইটি সার্ভিসেস, এন্টারপ্রাইজ আইটি সাপোর্ট ইত্যাদি বিষয়ে বিশেষায়িত প্রতিষ্ঠানে পরিণত করেছে। কোম্পানিটি হার্ডওয়্যারের লাইফ বর্ধিত করে সর্বোচ্চ ৭০ শতাংশ কার্বন ইমিশন কমিয়ে আনার পাশাপাশি টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে। ‘সার্ভিসিং২৪’-এর প্রধান প্রধান সেবাগুলো হচ্ছে থার্ড-পার্টি মেইনটেন্যান্স(টিপিএম), এন্টারপ্রাইজ সার্ভার অ্যান্ড স্টোরেজ সাপোর্ট, ম্যানেজড আইটি সার্ভিসেস, আইটি ইনফ্রাস্ট্র্যাকচার মনিটরিং, এএমসি অ্যান্ড স্পেয়ার পার্টস লাইফসাইকেল ম্যানেজমেন্ট, ক্লাউড সল্যুশন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি, আইটিএসএম সফ্টওয়্যার অ্যান্ড মোবাইল প্ল্যাটফর্ম ইত্যাদি। প্রতিষ্ঠানটি ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইলস, এফএমসিজি, হোটেল অ্যান্ড রিসোর্ট ও অন্যান্য কোম্পানিকে আইটি সেবা দিয়ে থাকে।