চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যেগে হাইড্রোগ্রাফি ও নৌ-বিভাগের কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা বন্দর ইসলামি শ্রমিক সংঘের কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহামদ শাহ আলম ভূইয়ার সঞ্চালনায় গতকাল রোববার (২৫ মে) বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এসএম লুৎফর রহমান।
লুৎফর রহমান চট্টগ্রাম বন্দরের অর্থায়ানে নির্মিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বেসরকারী মালিকানায় ছেড়ে না দিয়ে বর্তমানে টার্মিনাল পরিচালনায় যেটুকু ঘাটতি আছে, তা আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনশক্তির মাধ্যমে বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার জন্য জোর দাবি জানান।
অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদের আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত সাইফ পাওয়ার টেকের হাত থেকে বন্দরকে মুক্ত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
লুৎফর রহমান বলেন, ‘বন্দরের শূন্য পদের অবিলম্বে নিয়োগসহ পোর্ট ডিউটি ভাতা, ঝুঁকি ভাতা, পোষাক ভাতা, পদোন্নতি, সরকারের ঘোষিত গৃহ নির্মাণ ঋণসহ লভ্যাংশ দিতে হবে।’
তিনি দ্রুত বন্দরের প্রতিনিধি নির্বাচন তথা সিবিএ নির্বাচন দিয়ে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেহাব উল্লাহ, সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ উল্লাহ আদিল, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।
সভায় উপস্থিত ছিলেন বন্দর থানার সভাপতি মোজাহিদুল ইসলাম আদনান, শ্রমিক নেতা আবুল বশর, ডক শ্রমিক নেতা ওমর ফারুক, শ্রমিক সংঘের নেতা রবিউল হাসান, রেজাউল করিম, শহিদুল ইসলাম, মনির উদ্দিন বাপ্পি, গিয়াস উদ্দিন, আমান উল্লাহ, আনোয়ার হোসেন।