চট্টগ্রাম: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে চট্টগ্রামের কদমতলীতে গ্লোবাল ইসলামী ব্যাংকের কদমতলী উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ মে) এ উপশাখার উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ প্রধান অতিথি হিসেবে উপশাখার উদ্বোধন করেন।
এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
ব্যাংকের স্পেশাল রিকভারী সেলের প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ আকতার হোছাইন, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ, বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও শরীয়াহভিত্তিক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্লোবাল ইসলামী ব্যাংক শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।