চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৮ মে) চান্দগাঁও থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল মো. আরমান (৩৬) ও সাজু কুমার বনিক (৩০)।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, গেল ৮ মে সকাল ১০টার দিকে অভিষেক বড়ুয়া (৩৫) তার সাথে থাকা ২৫ লাখ টাকা দামের চারটি স্বর্ণের চুড়ি নিয়ে কোতোয়ালী থানার হাজারী গলির দিকে আসার পথে রেলওয়ে পাবলিক হাই স্কুলের বিপরীত পাশে কুলিয়ারচর সিএনজি স্টেশনের সামনে আসলে আসামীরা স্বর্ণের চুড়ি ও দুইটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে নেয়।
অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করে তাদের হেফাজত হতে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, লুন্ঠিত স্বর্ণের ৪টি চুড়ি গলিয়ে তারা একাধিক চুড়ি তৈরি করেছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা রুজুপূর্বক বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হচ্ছে।