চট্টগ্রাম: চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় সিটির আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সেমিনার হলে এই গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।
পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিপির প্রতিনিধি মন্সুর আজম ও মাহাবুব আলম।
বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হাসান আলী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ইমন সৈয়দ, এনসিপির সদস্য রুহুল আমিন।
বেঠকে ব্যবসায়ীরা বলেন, ‘চট্টগ্রাম এয়ারপোর্টেও আন্তর্জাতিক ফ্লাইট চালু করা উচিত। যেহেতু এটি বন্দর নগরী তাই এই বিমানবন্দরে কার্গো বিমান পরিচালনা করা দরকার।’
শিপিং লাইনসেন্স জটিলতা সমাধানে কাজ করার আহ্বান জানান তারা।
ব্যবসায়ীরা আরো বলেন, ‘ঋণ খেলাপি করা ব্যবসায়ীদের সাথে এনসিপি দূরত্ব রাখতে হবে। গত ১৬ বছরে আইসিটি খাতে প্রায় বরাদ্দকৃত ১৬ হাজার কোটি টাকা নয়ছয় করে সরকারেই গায়েব করে ফেলেছে। শুধু দুর্নীতি বন্ধ করেই আফগানিস্তানের সরকার তাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ তাদের ৭০ আফগানি দিয়ে ১ ডলার নেয়া যাচ্ছে।’
হাসান আলী বলেন, ‘ব্যবসায়ীরা দেশের ভবিষ্যৎ। আমরা মনে করি, ব্যবসায়ীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে এনসিপি এগিয়ে যেতে চায়।’
সাগুপ্তা বুশরা মিশমা বলেন, ‘দেশের উন্নয়নের জন্য ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা প্রয়োজন। আমরা মনে করি, ব্যবসায়ীদের সমস্যাগুলো নিয়ে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।’
ইমন ছৈয়দ বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতার একটি প্রচ্ছন্ন স্বর আমাদের ব্যবসায়ীদের মধ্যে পাওয়া যায়। দেশীয় ক্ষুদ্র মাজারি শিল্পের প্রতি মনোযোগ দিয়ে সেসব সেক্টর বিকাশের জন্য চীনা স্টাইলে রাষ্ট্রীয় সুবিধা এনশিওর করার চেষ্টা করবে এনসিপি। কাঁচামাল ব্যবসায়ের সাথে জড়িত দেশি প্রতিষ্ঠানের চাইতে বিদেশি প্রতিষ্ঠানকে বেশি সুবিধা দেওয়া হয়েছিলো গত সরকারের আমলে। দেশীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে এমন সংগঠনের পাশে থাকলে দেশে সুন্দরভাবে ব্যবসায় করার সুযোগ হবে।’