ঢাকা: বিদেশে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার হাটহাজারীসহ বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা আছে।
আজ শনিবার (১৭ মে) দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে যাওয়া হয় পল্টন থানায়।
গ্রেফতার তৌফিক আহমেদ চৌধুরী চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘চসিকের প্রাক্তন এক কাউন্সিলরকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।’
‘প্রথমে তাকে পল্টনের মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে। হাটহাজারীতে তার বিরুদ্ধে তিনটি মামলা আছে। সেগুলোতে পরে গ্রেফতার দেখানো হবে। তার বিরুদ্ধে চট্টগ্রাম সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ও হত্যার ঘটনায়ও মামলা রয়েছে।’
তৌফিক আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।