ঢাকা: ডিজিটাল বিনোদন জগতে গ্রাহকদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে একত্রে কাজ কাজ করার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন ও বিনোদন প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠান দুটির এ উদ্যোগের মাধ্যমে এখন থেকে গ্রামীণফোন গ্রাহকরা মোবাইল ব্যালেন্স দিয়ে কিনতে পারবেন চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন।
সোমবার (৫ মে) সন্ধ্যায় ঢাকার চরকির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। গ্রামীণফোন ও চরকির শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ জামান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ডেপুটি হেড অব ফাইন্যান্স অংকুর সাহা, চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি ও মার্কেটিং অ্যান্ড গ্রোথ লিড ফয়সাল রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডিজিটাল কনটেন্টের প্রাপ্যতা আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে গ্রামীণফোন ও চরকির এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামীণফোন গ্রাহকরা চরকি অ্যাপ এবং ওয়েবসাইট থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার সময় ‘গ্রামীণফোন’ অপশন দেখতে পাবেন, যার মাধ্যমে খুব সহজেই পেমেন্ট পারবেন। উদ্যোগটির অংশ হিসেবে, এখন গ্রামীণফোন গ্রাহকরা মাত্র ২৮৯ টাকার মোবাইল ব্যালেন্স ব্যবহার করে তিন মাসের জন্য চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে পারবেন। ফলে চরকির নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজসহ পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন কনটেন্ট আরও সহজে উপভোগ করতে পারবেন তারা।
ইয়াসির আজমান বলেন, ‘আমরা গ্রাহকদের ডিজিটাল জীবনধারা সহজ করে তুলতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। গ্রাহকের এ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ বিনোদন। চরকির সঙ্গে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই আমাদের গ্রাহকরা এখন আরও সহজে ও নিরবচ্ছিন্নভাবে মানসম্পন্ন দেশীয় কনটেন্ট উপভোগ করতে পারবেন।’
গ্রামীণফোনের সাথে এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে রেদওয়ান রনি বলেন, ‘বিশ্বমানের বাংলাদেশি কনটেন্ট নির্বিঘ্নে দর্শকের কাছে পৌঁছে দিতে চরকি প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণফোনের সঙ্গে এই অংশীদারিত্ব চরকির সাবস্ক্রিপশন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে, সেই সাথে আমাদের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দর্শকদের জন্য এ সুবিধা নিয়ে আসতে পেরে আমরা উচ্ছ্বসিত।’