দীর্ঘদিন ধরে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের সামনে স্থাপিত বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যটিতে একটি কালো কাপড় মুড়ে দিয়ে রাখে কোন এক লোক। অনেক দিন থেকে এভাবে ডেকে রাখায় প্রতিবাদ জানিয়েছেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ। এ ধরনের কাজ ভাস্কর্যের পরিপন্থি বলে দাবি করেন সংগঠনটি।
আজ সোমবার, ৫ জুলাই বিকাল ৪ টায় স্থানীয় লোকজনের সহযোগিতায় বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক কালো কাপড়টি খুলে নেওয়ার সময় এ প্রতিবাদ জানান।
তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে বলেন, “এই সমস্ত দুস্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। এরা সুযোগ পেলেই আমাদের ইতিহাস , সংস্কৃতি , ঐতিহ্যের উপর আঘাত আনে এরা আমাদের হৃদয়কে বার বার ক্ষত বিক্ষত করে। আপনারা একটু চিন্তা করলে দেখবেন এইসকল নিমোক হারামের দল আমাদের জাতির পিতার ভাস্কর্যে আঘাত এনেছিল। এরা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভেঙ্গে দিয়েছিল এদের বিরুদ্ধে আামাদের মুক্তির যে সংগ্রাম, সাম্যের যে সংগ্রাম তা চলবে। আমাদের বিশ্বাস একদিন শকুনের দল পরাজিত হবে”।
এদিকে প্রীতিলতার ভাস্কর্য অবমাননার জন্য দুঃখ দুঃখ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, হিন্দু বৌদ্ধ ক্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সভাপতি শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরী, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পঙ্কজ চক্রবর্তী, অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য প্রমুখ।