সীতাকুণ্ড, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার মুরাপুর ইউনিয়নের ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকবিল্টু কুমার সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।
সভায় আসলাম চৌধুরী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি সমৃদ্ধি অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমন্বিত কর্মপরিকল্পনার বিকল্প নেই। শিক্ষার গুণগত মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদেরকে বাংলাদেশী ভাবনা তথা আদর্শ আত্মস্থ করতে হবে। দেশকে ধারণ করতে না পারলে কিছুতেই সফলতা আসবে না। শুধু ফলাফলে পিছনে না ছুটে আদর্শিক ও মানবিক মানুষ হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার তথা অভিভাবকের ভূমিকা অনস্বীকার্য।’
বিদ্যালয়ের শিক্ষক মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মুরসালিন। উপস্থিত ছিলেন সাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেক, ভাটেরখীল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন ভুঁইয়া, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, সাবেক ছাত্র নেতা আজমল হোসেন হিরু।