চট্টগ্রাম: আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা চট্টগ্রাম বিভাগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
ফলে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখার কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মানবাধিকার সংগঠক ফরহাদুল হাসান মোস্তফা ও তরুণ উদ্যোক্তা নুর মোহাম্মদ সাহেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ স্বাক্ষরিত লিখিত পত্রে ২০২৫ -২৭ মেয়াদে এ মনোনয়ন দেওয়া হয়।
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা বাংলাদেশ সরকার অনুমোদিত বৃহত্তর অলাভজনক ও অরাজনৈতিক মানবাধিকার সংস্থা।