চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যাকারী ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না।’
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আকবরশাহ থানা কর্তৃক আয়োজিত সহযোগী সম্মেলনে তিনি এ কথা বলেন। রাখছিলেন।
প্রধান অতিথির বক্তব্য সম্মেলনে মুহাম্মদ শাহজাহান আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ সংস্কার চায় এবং ফ্যাসিস্টদের দ্রুত বিচার চায়। গনহত্যাকারী আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী চায় দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করতে। এটা আজ শুধু জামায়াতে ইসলামী নয়, দেশের সকল মানুষের দাবিতে পরিণত হয়েছে। সে জন্য আজ মানুষ দলে দলে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হচ্ছে।’
‘জোট সরকারের আমলে জামায়তের দুইজন মন্ত্রী প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও প্রয়াত আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। কিন্তু সেখানে দূরবীন দিয়ে খুজেও এক টাকার দুর্নীতি কেউ বের করতে পারেনি। সুতরাং একমাত্র জামায়াতের দ্বারাই এ দেশকে দূর্নীতিমুক্ত করা সম্ভব।’
সম্মেলনে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর শাহাজান চৌধুরী ও মহানগরী জামায়াতের নায়েবে আমীর মো. নজরুল ইসলাম।
শাহাজান চৌধুরী বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতি, চাদাবাজী ও নিরপেক্ষ প্রশাসন। সুতরাং, এ চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলার মানুষ আজ পরিবর্তন চায়। জাময়াতে ইসলামী একদল সোনার মানুষ তৈরি করেছে। আর সেই সোনার মানুষ দিয়েই জাতির ভাগ্য পরিবর্তন করতে চায়।’
আকবরশাহ থানা জামায়াতের আমীর আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির হিসেবে আরো বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, চট্টগ্রাম সীতাকুণ্ড-৪ আসনের জামায়াত ঘোষিত সাংসদ প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, আল আমীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ চৌধুরী, শ্রমিক নেতা মো. আলতাফ হোসেন ও ছাত্র নেতা সাইদুর রহমান।
সম্মেলন সঞ্চালনার দায়িত্বে ছিলেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম এবং থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন।