লোহাগাড়া, চট্টগ্রাম: গ্লোবাল ইসলামী ব্যাংকের আধুনগর শাখা রোববার (২৭ এপ্রিল) হতে নতুন ঠিকানা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া মেইন রোডে ‘আইকনিক টাওয়ার’-এ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
পূর্বে এই শাখার কার্যক্রম লোহাগাড়ার আধুনগরের উত্তর হরিণা ঘাটিয়াপাড়ার ইসলামিয়া প্লাজা হতে পরিচালিত হতো।
ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ আকতার হোছাইন প্রধান অতিথি হিসেবে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন।
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের প্রিন্সিপাল ছেতার উদ্দিন আহমেদ, গ্রামীণ ব্যাংকের আধুনগর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল আবছার, ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা দেবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।