চট্টগ্রাম: চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথম বারের মতো ‘ন্যাশনাল এনাটমি অলিম্পিয়াড ২০২৫’-এর চূড়ান্ত পর্ব। ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজ থেকে বাছাইকৃত ৮০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নগরীর ফয়েস লেক সি ওয়ার্ল্ড কনফারেন্স হলে শুরু হবে চূড়ান্ত প্রতিযোগিতা।
মেডিকেল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাবের অ্যাকাডেমিক প্ল্যাটফর্ম ‘হেলথ স্কুল’ এবং চট্টগ্রামের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে প্রথম বারের মতো আয়োজন করা হয় ‘ন্যাশনাল এনাটমি অলিম্পিয়াড’।
এ প্রতিযোগিতায় দেশের আট বিভাগের ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় ১ হাজার ৮০০ জন এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয় বাছাই পর্ব। সেখান থেকে বেছে নেওয়া ৮০ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
চূড়ান্ত পর্বটি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। গেস্ট অব অনার থাকবেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক ডাক্তার একে আজাদ খান। কী-নোট স্পিকার থাকবেন বিশিষ্ট চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার সাকলায়েন রাসেল ও ডাক্তার আব্দুন নূর তুষার।
অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সুলতানা রুমা আলম বলেন, ‘নিঃসন্দেহে এনাটমি অলিম্পিয়াড মেডিকেল শিক্ষায় একটি ব্যতিক্রমী ও যুগোপযোগী আয়োজন। আমি সব অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। আশা করছি, ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে।’
হেলথ স্কুলের প্রতিষ্ঠাতা ডাক্তার হামিদ হোছাইন আজাদ বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের মেধা, সহনশীলতা, নেতৃত্ব গুণাবলি ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতেই এই আয়োজন। ভবিষ্যতের দক্ষ চিকিৎসক গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এমন আলাদা অ্যাকাডেমিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।’