পটিয়া, চট্টগ্রাম: কারখানার বর্জ্যে পরিবেশ দূষণ থেকে পরিত্রাণ পেতে স্মারকলিপি দিয়েছে পটিয়া উনয়ন সংগ্রাম পরিষদ নেতারা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের কাছে এ স্বারকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠন সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, জিল্লুর রহমান, কেএম জসিম উদ্দিন, আব্দুর রহিম, উপজেলা শ্রমিক দল নেতা জহির উদ্দিন, মো. তসলিম, সাইফুদ্দিন সাব্বির, মির্জা ইব্রাহিম, জিসান, জাহেদ, সোলাইমান, জিয়াউল হক, তাহমিদ উদ্দিন, খুরশেদ আলম, রহিম ও করিম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত ফুলকলি কারখানার বর্জ্যের দূষণের কারণে খাল-বিলের পানি দূষিত হয়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ধ্বংস হচ্ছে মাছ। বিষাক্ত বর্জ্যের কারণে চাষাবাদ ব্যাহত হচ্ছে। পাশাপাশি কারখানার বিপরীতে অবস্থিত ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে, পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।’
এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয় স্মারকলিপিতে।